
বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের দিনব্যাপি নানা আয়োজনে বার্ষিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার ফাউন্ডেশনের প্রধান কার্যালল চত্বরে অনুষ্ঠান সম্পন্ন হয়। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে বাৎসরিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ নায়েব আলী বিশ্বাস।
আয়োজনের মধ্যে ছিল নিউ এরা ফাউন্ডেশনের প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি ও সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রবীণ জনগোষ্ঠী, অভিভাবক, শিক্ষক, সেবিকা ও শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রেষ্ঠ প্রবীণ ও সন্তান সম্মাননা, হুইল চেয়ার বিতরণ ও সদ্য পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।
ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পি.এম ইমরুল কায়েস, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার।
পরে প্রতিযোগিতায় বিজয়ী দৌড়, গণিত দৌড়, গোলক নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজ, আবৃত্তি, চামচ দৌড়, মোরগযুদ্ধসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রবীণ, সেবিকা, শিক্ষক, সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী, যুবক ও যুবতীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।
এসময় ফাউন্ডেশনের উপদেষ্টা ফৌজিয়া মঞ্জুর, সহকারি পরিচালক বি এম ফাহিম রহমান, সাংবাদিক কে এম আবুল বাশার, সাপ্তাহিক প্রথম সকালের সম্পাদক মহিদুল ইসলাম , সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু, নারী উদ্যোক্তা নাসরিন আক্তার শেলি, সাংবাদিক ওহেদুজ্জামান টিপু ও সূর ও বানীর পরিচালক তসিবুল হক বিশ্বাস। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন ফাউন্ডেশনের পরিচালক শফিকুল ইসলাম। খেলা পরিচালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশাদ আলী ও ফাউন্ডেশনের সহকারি পরিচালক মো. শমসের আলী।