
মেঘনায় বাল্কহেড ডুবে নিখোঁজ শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে। নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ এর ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে একজন নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিক মোতালেবের খোজে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্ধার অভিযানে অংশ নেয় ডুবুরি দল। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই উদয় বরণ সরকার জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭। পথে রাত পৌনে ১১টার দিকে লঞ্চটি চরকিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে ঢাকার ডেমরাগামী বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দেয়।
এতে ৬ শ্রমিকসহ ডুবে যায় নৌযানটি। তাদের মধ্যেচার জন সাঁতরে তীরে ও একজন অপর একটি লঞ্চে ওঠেন। তবে নিখোঁজ রয়েছেন একজন। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে সন্ধানে ডুবুরি দল কাজ শুরু করেছে। দুর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।