
নিজেই গেল ঝরে
দাঁড়ের ময়না ঘুমিয়েছিল দাঁড়ে
আহার ছিল ঠোটের কাছে তার
রোদ বাতাসে স্নাত ছিল সে
গলায় ঘেরা দৃষ্টিশোভন হার।
হঠাৎ করে ছিঁড়ল নিজেই হার
রাগের ঝাঁজে আহার দিলো ফেলে
ঠোট দিয়ে সে ঠুকরে চলে খাঁচা
দৃষ্টি দিলো উদাস দূরে মেলে।
নারী তুমি আঁচড়ে এমন করে
মন মাড়িয়ে নিজেই গেল ঝরে।