
মাদারীপুরের কালকিনিতে নিজ ঘরের মেঝে থেকে এক স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রের নাম জহিরুল ইসলাম (১৬)। সে মোহরদ্দিরচর গ্রামের বারেক সরদারের ছেলে ও সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জহিরুল ইসলামকে বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার ঘরের মেঝেতে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
কালকিনি থানার উপপরিদর্শক এসআই সমুন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। লাশের গলায় কোপের আঘাত রয়েছে।