
নির্জন হাসের ছবি দেখি স্বপ্নে- চারিদিকে অন্ধকার ঘর
রূপালি গরিমা তার- যেন হিরা তরবার ঘুমের ভিতর
যতদূর চোখ যায় কাহার মুখের মেধা নদী যেন স্থির
কাহার মুখের মেধা যেন অরণ্যেরা
রাত যেন লেবুর ফুলের মতো নক্ষত্রের গন্ধ দিয়ে ঘেরা
শান্ত সব প্রতিবিম্ব- কবেকার জীবনের এই সব বেদনার স্তর