
মিশা -জায়েদ প্যানেলে নির্বাচন করবেন সুচরিতা। ২৮ জানুয়ারির অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচন।
এরইমধ্যে মৌসুমীর নাম শোনা গেছে মিশা-জায়েদ প্যানেলের চমক হিসেবে। এবার জানা গেল সুপারহিট ‘আঁখি মিলন’ সিনেমায় ইলিয়াস কাঞ্চনের নায়িকা হওয়া সুচরিতা লড়বেন তার নায়কের বিপক্ষ শিবিরের হয়ে। মিশা-জায়েদের সঙ্গে সুচরিতা কোন পদে লড়বেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শিগগিরই প্যানেল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মিশা-জায়েদ।
এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।