সীমানা জটিলতায়
নীলফামারীর দুই ইউপিতে ১১ বছর পর নির্বাচন
প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর দুই ইউপিতে ১১ বছর পর নির্বাচন হচ্ছে। সীমানা জটিলতার কারণে ১১ বছর নির্বাচন বন্ধ ছিল। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ভোট গ্রহণ চলছে।
সোমবার ( ৭ ফেব্রুয়ারি) নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ও কুন্দপুকুর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোট কেন্দ্রে দায়িত্বরত এক পুলিশ বলেন, শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে আসছেন। বিশেষ করে সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রথমবার ভোট দিয়েছেন কুন্দপুকুর ইউনিয়নের নতুন জামসেদ ও নাবিলা। তারা জানান, প্রথম ভোট দিলাম। ভোট দেওয়ার মজাই আলাদা। আমাদের পছন্দের প্রার্থী জয়লাভ করলে আরও বেশি ভালো লাগবে।
ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোট দিতে আসা নার্গিস বলেন, দীর্ঘ দিন পর আমরা ভোট দিতে পারছি। ভোট মানেই এক প্রকার উৎসব। এ উৎসবের সঙ্গে আমরা ছোটবেলা থেকেই পরিচিত।
নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নীলফামারীর দুই ইউপিতে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।
সপ্তম ধাপে কুন্দপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫০ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইটাখোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, নারী সদস্য পদে ২৬ জনও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।