
দেবিদ্বারে রাজনৈতিক সংঘর্ষে এক নৌকার সমর্থক নিহত হয়েছেন। কুমিল্লার দেবিদ্বারের ইউছুফপুর ইউনিয়নে নৌকা ও ঘোড়া প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুরুজ মিয়া (৬০) নামে নৌকা প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে ইউছুফপুর গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন ও ঘোড়া প্রতীকের প্রার্থী মাজহারুল মামুনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে সুরুজ মিয়া (৬০) আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন বলেন, সুরুজ মিয়াকে ধাক্কা মারলে সে পড়ে গিয়ে মারা যান তিনি ।
রাজনৈতিক সংঘর্ষে পর রাত সাড়ে এগারটার দিকে ঘটনাস্থলে পৌঁছান দেবিদ্বার থানার এ এস আই মোফাজ্জল হোসেন। তিনি বলেন, একজন নিহত হয়েছেন। কিভাবে নিহত হয়েছেন এখনো জানতে সঠিক কারণ জানতে পারিনি। এসময় কয়েকজন আহত হয়েছেন। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।