সারা বাংলা

পলাশে কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি 

 নরসিংদীর পলাশ উপজেলা স্কাউটস এর আয়োজনে চারদিনব্যাপী ১৪তম কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পলাশ  উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউট এর জেলা সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান।

সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস পলাশ উপজেলার সভাপতি মোঃ রবিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিশেষ অতিথি  ঘোড়াশাল পৌর মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া  স্নিগ্ধা, পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ, বাংলাদেশ স্কাউটস পলাশ উপজেলার কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা স্কাউটস সেক্রেটারি ও পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়দুর রহমান তালুকদার প্রমুখ।

পলাশ উপজেলা স্কাউটস এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশে উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল ও ৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের কাব দলের সদস্যরা অংশ গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button