সারা বাংলা

পলাশে সাংবাদিক ও সাবেক এমপি আহমদুল কবির (মনু মিয়া) জন্মদিন পালিত 

বোরহান মেহেদী, পলাশ, নরসিংদী

নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে দৈনিক সংবাদ-এর প্রধান সম্পাদক ও সাবেক এমপি গণতন্ত্রী পার্টি প্রতিষ্ঠা সভাপতি আহমদুল কবির (মনু মিয়া) ১০০ তম জন্মদিন পালিত হয়েছে।
১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি ঘোড়াশালের ঐতিহ্যবাহী মিয়া বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আবু ইউসুফ লুৎফুল কবির ছিলেন ঘোড়াশালের জমিদার। মায়ের নাম মরহুমা সুফিয়া খাতুন। ২০০৩ সালের ২৪ নভেম্বর কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ তাহার গ্রামের বাড়ি ঘোড়াশালে  পারিবারিক মসজিদে সকালে কোরয়ান খতম, মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরে ১১ টায় পুষ্পস্তবক অর্পণ করেন আহমেদুল মনু মিয়া সৃতি সংসদ, ঘোড়াশাল মিয়া বাড়ি, পলাশ উপজেলা প্রেস ক্লাব, মোঃ নুরুল ইসলাম কাউন্সিল, মোঃ মনির হোসেন প্রধান সাবেক চেয়ারম্যান পাঁচদোনা ইউনিয়ন পরিষদ, মেসার্স ইসলাম ট্রান্সর্পো এন্ড ইসলাম টেড্রার্স, এম এ বাসার সৃতি সংসদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ হইতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে দুপুরে আলোচনা সভা ও বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচদোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মনির হোসেন এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য দৈনিক সংবাদ এর সম্পাদক  আলতামাশ কবির (মিশু) পলাশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল পৌরসভার সাবেক প্রশাসক   শেখ মোহাম্মদ  ইলিয়াস, পলাশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম নাসিম, আহমদুল কবির স্মৃতি সংসদের সাধারন সম্পাদক এডভোকেট শাহজাহান, ঘোড়াশাল পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরহাদ সহ আহমেদুল কবির (মনু মিয়া) সৃতি সংসদের বিভিন্ন সাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আহমদুল কবির ছিলেন ব্রিটিশ, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিকতা অঙ্গনের এক প্রতিভাদীপ্ত ব্যক্তিত্ব। আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য পাকিস্তান আমল থেকে স্বাধীন বাংলাদেশে তিনি ছিলেন একজন ভিন্নমাত্রার রাজনীতিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button