বিনোদন

পীযূষ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন বঙ্গবন্ধু আবৃত্তি পদক

বিনোদন প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২ পেয়েছেন আবৃত্তিকার পীযূষ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই পদক দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় শিল্পকলা একাডেমিতে উৎসবের প্রথম দিন তার হাতে এ পদক তুলে দেন।

২৭ জানুয়ারি সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫ দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২২’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।

অনুষ্ঠানে ৫০ গুণী ব্যক্তিত্বকে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২ দেয়া হয়। এর মধ্যে কয়েকজন মরণোত্তর সম্মাননা পান। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ জাতীয় শিল্পকলা একাডেমিতে এ উৎসবের আয়োজন করে।

পীযুষ বন্দ্যোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি আবৃত্তি করেন প্রায় তিন দশক ধরে। তার লেখা বেশ কিছু গল্প ও উপন্যাসের বই রয়েছে তার। তিনি পত্রিকায় নিয়মিত কলাম লেখেন ।

পীযূষ বন্দ্যোপাধ্যায় নাট্যদল ঢাকা থিয়েটারের অন্যতম সদস্য। দলের হয়ে তিনি বহু নাটকে অভিনয় করেছেন।

অভিনয় করেছেন একাত্তরের যিশু, মহামিলন, উত্তরের খেপ, মেঘলা আকাশ, আধিয়ার, আমার আছে জল, আমার বন্ধু রাশেদ, গেরিলাসহ অনেক কালজয়ী সব সিনেমায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button