পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন । জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় জামালপুর-মেলান্দহ সড়কের চরপলিশায় ট্রাকের ধাক্কায় ও পৌরসভার ব্র্যাক অফিসের সামনে ট্রাক্টরের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের চরপলিশা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী স্বপন ও আনোয়ার হোসেন আনন্দগুরুতর আহত হন। তাদের বাড়ি জামালপুর শহরের চন্দ্রা এলাকায়। তারা পেশায় মোটরগাড়ির মিস্ত্রি। মোটরসাইকেলে জামালপুর থেকে ইসলামপুরে যাচ্ছিলেন তারা।
দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাদের মধ্যে স্বপন চন্দ্রা গ্রামের ফজলু মিয়ার ছেলে। আনোয়ার হোসেন একই গ্রামের রসুল মিয়ার ছেলে।
এর আগে শুক্রবার বিকেলে মেলান্দহ পৌরসভার ব্র্যাক অফিসের সামনে পণ্যবাহী একটি ট্রাক্টর যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দেয়। ইজিবাইকের চালক আনু ও তিনজন যাত্রী গুরুতর আহত হন। মেলান্দহ হাসপাতাল থেকে তাদেরকে জামালপুরে রেফার্ড করা হয়। জামালপুরে আসার পথে ইজিবাইক চালক আনু মারা যান। আনু মেলান্দহের দাগী গ্রামের ফাইম উদ্দিনের ছেলে। গুরুতর আহত ইজিবাইকের তিন যাত্রী স্বপ্না বেগম ও তার মেয়ে সাথী এবং রাফিকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া নওগাঁর পত্নীতলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের গাহনের মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের পাহাড়কাটা গ্রামের জামান হোসেনের ছেলে সারোয়ার হোসেন এবং বদলগাছী উপজেলার চাঁদপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে হাবিব হোসেন । এ দুর্ঘটনায় নিহত হাবিব হোসেনের বাবা রেজাউল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭ টার দিকে সারোয়ার হোসেন মোটরসাইকেল যোগে নিজ বাড়ি পাহাড়কাটা গ্রামে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রেজাউলের মোটর সাইকেলের সঙ্গে সারোয়ারের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সারোয়ারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। রাজশাহী নেওয়ার পথে রাত ৮টার দিকে সারোয়ার হোসেনের মৃত্যু হয়। হাবিব হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টা ২০ মিনিটে মারা যায়।