Sub Lead Newsআন্তর্জাতিক

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বাস খাদে পড়ে  ২০ জন নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে এক মেয়ে শিশুও রয়েছে। আহত হয়েছেন ৩০ জন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

স্থানীয় সরকার জানিয়েছে, গত বুধবার বিকেলে পেরুর উত্তরাঞ্চলে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ে যায় এসময় এই হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যন্ত ও দুর্গম এলাকা হওয়ায় দুর্ঘটনাকবলিত বাসটির অবস্থান জানতে ও সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ কয়েক ঘণ্টা লেগে যায়।

এএফপি বলছে, দুর্ঘটনাকবলিত ওই বাসটি তায়াবামবা থেকে ত্রুজিল্লো নামক স্থানে যাচ্ছিল। খারাপ রাস্তার কারণে ৩৪০ কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিতে সাধারণত ১৪ ঘণ্টা সময় লাগে।

উচ্চগতি ও খারাপ সড়ক ব্যবস্থানার কারণে  প্রায়ই পেরুতে বাস খাদে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button