
প্রথম ঘন্টায় ঊর্ধ্বমুখী দুই শেয়ারবাজার । রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনের শুরুতে শেয়ার বাজারে মূল্য সূচক উর্ধমুখী । দাম বাড়ার তালিকায় রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। লেনদেনে চলছে কিছুটা ধীরগতি।
এই খবর লেখা পর্যন্ত প্রথম ঘণ্টায় লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়েছে। আর লেনদেন হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেনে সূচকের উত্থান হয়েছে।
ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে যায়।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৩টির। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৯৫ কোটি ৭০ লাখ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়েছে। প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে চার কোটি ৯৩ লাখ টাকা। ১০৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ২৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠান। প্রথম ঘন্টায় ঊর্ধ্বমুখী দুই শেয়ারবাজার বলা যায়।