Exclusive 1জাতীয়

প্রধানমন্ত্রী আট মার্চ আরব আমিরাত যাবেন

ঢাকা নিউজ হাব ডেস্ক

আগামী আট মার্চ সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ঐ কর্মকর্তা বলেন, আমিরাতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আট মার্চ সফরের দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা চলছে।

প্রধানমন্ত্রীর আমিরাত সফরে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বুধবার রাতে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুই দিনের সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি শেখ হাসিনার আসন্ন আমিরাত সফর নিয়ে আলোচনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button