
সাদেক বাচ্চু, মূল নাম মাহবুব আহমেদ সাদেক। ১ জানুয়ারি ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন তিনি। তবে সাদেক বাচ্চু মঞ্চনামে সর্বাধিক পরিচিত তিনি। চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ১৯৮৫ সালে রামের সুমতি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তবে নাটক রচয়িতা, নাট্য নির্দেশক ও ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন সাদেক বাচ্চু। তার স্ত্রীর নাম শাহনাজ জাহান।
সাদেক বাচ্চু অভিনীত আলোচিত চলচ্চিত্রগুলো হলো, মাটির পরী (২০১৬), মিয়া বিবি রাজি (২০১৬), রাজা ৪২০ (২০১৬), পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু (২০১৬), বুলেট বাবু (২০১৬), ভালোবাসাপুর ( ২০১৬ ), ব্ল্যাক মানি (২০১৫), আরো ভালোবাসবো তোমায় (২০১৫), লাভ ম্যারেজ (২০১৫), কমিশনার (২০১৫), লাভার নাম্বার ওয়ান (২০১৫), ভালোবাসা সীমাহীন (২০১৫), দুই পৃথিবী (২০১৫), মহুয়া সুন্দরী (২০১৫), রাজা বাবু (২০১৫), স্বপ্ন যে তুই (২০১৪), লোভে পাপ পাপে মৃত্যু (২০১৪), ভালোবাসা জিন্দাবাদ (২০১৩), তোমার মাঝে আমি (২০১৩), জীবন নদীর তীরে (২০১৩), জোর করে ভালোবাসা হয় না (২০১৩), ঢাকা টু বোম্বে (২০১৩), জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার (২০১৩)।
এছাড়াও দুর্ধর্ষ প্রেমিক (২০১২), জিদ্দি মামা (২০১২), ১০০% লাভ (বুক ফাটে তো মুখ ফোটে না) (২০১২), মায়ের চোখ (২০১০), আমার স্বপ্ন আমার সংসার (২০১০), এক জবান (২০১০), মন বসে না পড়ার টেবিলে (২০০৯), মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯), বধূবরণ (২০০৮), ময়দান (২০০৭), আমার প্রাণের স্বামী (২০০৭), কোটি টাকার কাবিন (২০০৬), মরণ কামড় (১৯৯৯), কে আমার বাবা (১৯৯৯), লাল বাদশা (১৯৯৯), আনন্দ অশ্রু (১৯৯৭), প্রিয়জন (১৯৯৬), ডিসকো ড্যান্সার (১৯৯৪), সুজন সখি (১৯৯৪), এক পৃথিবী প্রেম (২০১৬) , চল পালাই (২০২০), বসগিরি (২০১৬), পলকে পলকে তোমাকে চাই (২০১৮), ডনগিরি (২০১৯) ও পদ্মার প্রেম (২০১৯) চলচিত্র সহ প্রায় ৫০০ চলচিত্রে অভিনয় করেন তিনি।
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু ২০২০ সালের ১৪ই সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।