
বসন্তের আগমনে রবীন্দ্রনাথের ‘ফুলে-ফুলে, ঢলে-ঢলে’ গানটির কিছু অংশে কণ্ঠ দেন গায়িকা পড়শী। গানটি কণ্ঠে তুলতে পেরে পড়শী উচ্ছ্বসিত ।পরে সেটি ভিডিও আকারে প্রকাশ করেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে।
১ মিনিট ৪ সেকেন্ডের সেই ভিডিওতে বসন্তের পোশাকে সেজেছেন পড়শী। নিজেকে রাঙিয়েছেন ফুলে ফুলে। আর সেটি দারুণ উপভোগ করেছেন তার ভক্তরা।
গানের পাশাপাশি নানান রঙের পোশাকে ভিডিওতে পড়শীর উপস্থিতিও নজর কেড়েছে সবার। ই প্রশংসায় ভাসছেন গায়িকা পরশী।
পড়শী বলেন, ঋতুরাজ বসন্তের আগমনী বার্তায় ‘ফুলে-ফুলে, ঢলে-ঢলে’ গানটির কিছুটা অংশ কণ্ঠে তুলতে পেরে বেশ উচ্ছ্বসিত আমি। নিজের ভালোলাগা এবং ভালোবাসা থেকেই কাজটি করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
গানটির ভিডিও নির্মাণ করেছেন শীথিল রহমান। সংগীতায়োজন করেছেন আদিব কবির।
২০০৯ সালে ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন পড়শী। এক যুগের ক্যারিয়ারে অডিও, ভিডিও, নাটক, টেলিফিল্ম, সিনেমা সব মাধ্যমেই সফলতার পরিচয় দিয়েছেন তিনি। ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে ‘সুলতান এন্টারটেইনমেন্ট’ চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘চলো পাখি হয়ে’।
সাবরিনা এহসান পড়শী ১৯৯৬ সালের ৩০ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া মৌলভী পাড়ায়। তার বাবা প্রকৌশলী এহসান-উর-রশিদ এবং মা জুলিয়া হাসান গৃহিনী। তার একমাত্র ভাইয়ের নাম সিয়াত এহসান স্বাক্ষর। তিনি অক্সফোর্ড ফাউন্ডেশন স্কুল, ভিকারুননিসা নূন স্কুল এবং ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পড়াশোনা করেন।
২০০৮ সালে চ্যানেল আইয়ের “ক্ষুদে গানরাজ”-এ ২য় রানার আপ হন তিনি। তিনি পপ ও আধুনিক ধারায় গান করেন। পড়শীর প্রথম রেকর্ডিং ছিল ২০০৯ সালে একটি চলচ্চিত্রের জন্য।