
খাগড়াছড়ি জেলার মানিকছড়ির ফটিকছড়ি সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। খাগড়াছড়ির মানিকছড়ি- ফটিকছড়ি, সীমান্ত মগ লিবারেশন পাটির সন্ত্রাসীরা ঐ এলাকায় অবস্থান নিয়েছেন এমন গোপন সংবাদ ভিত্তিতে
শনিবার ভোর রাতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন বড়তলী এলাকায় রমজান আলীর বাড়ীতে রমজান আলীকে জিম্মি করে গোপন সংবাদভিত্তিতে সেনাবাহিনীর ২৪ আর্টিঃ বিগ্রেড গুইমারা কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন নেত্রীতে অভিযান পরিচালনা করেন।
উদ্ধার কৃত অস্ত্র হলো – ৩টি মর্টার সেল,১টি একে-৪৭,১টি এমএ-১, ১টি পিস্তল ১টি এলজি ১টি ২২ রাইফেল অস্ত্র উদ্ধারসহ
এই ব্যাপারে ফটিকছড়ি থানার এস আই আলমগীর বলেন গোপন সংবাদ ভিত্তিতে বিপুল অস্ত্র ও ৫ সন্ত্রাসীদের আটক করা হয়।
—