গ্যাস সিলিন্ডার অপসারণ
ফতুল্লায় দগ্ধদের মধ্যে দুই জনের মৃত্যু
প্রতিনিধি, নারায়ণগঞ্জ

ফতুল্লায় দগ্ধদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় গতকাল ট্রাকের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস অপসারণের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ হন ১১জন। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।
ফতুল্লায় দগ্ধদের মধ্যে নিহতরা হলেন- ট্রাকচালক আলমগীর ও জজ মিয়া। এর মধ্যে রোববার রাতে আলমগীর ও সোমবার ভোরে জজ মিয়া মারা যান। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার দুপুরে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় জজ মিয়ার বাড়ির সামনে ট্রাক মালিক বাতেন সিলিন্ডার থেকে গ্যাস অপসারণ করছিলেন। এ সময় পাশে আরেক ট্রাক চালক আলমগীর দিয়াশলাই দিয়ে সিগারেট ধরান।
এ সময় শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সাতজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা অন্যরা হলেন-জজ মিয়ার স্ত্রী শেফালী বেগম তাদের বাড়ির ভাড়াটিয়া রহমানের দুই শিশুকন্যা হাফছা ও আফসানা, ট্রাক মালিক আ. বাতেন তার স্ত্রী আছমা বেগম তাদের ছেলে তোহা, তাহমিনা, হাসিনা ও সাথী।