
ফুটফুটে শিশু নুসরত জাহান ইভা’র (৬) ফুফু বাড়ি বেড়াতে যাওয়া হলোনা। বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় অকালেই তার জীবন প্রদীপ নিভে গেল। বৃহস্পতিবার দুপুরে শরণখোলা – মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যান ব্রীজের নিকটবর্তী স্থানে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ইজিবাইক টি আটক করলেও চালক কে পাওয়া যায়নি।
নিহত ইভার পিতা ট্রান্সপোর্ট ব্যাবসায়ী আবু হানিফ হাওলাদার জানান, গ্রামের একটি মাদ্রাসায় এ বছর তার মেয়েকে প্রথম শ্রেনীতে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার ছুটির পর মাদ্রাসা থেকে ফিরে বাড়িতে বইপত্র রেখে নিকটবর্তী ফুপু বাড়ি যাওয়ার জন্য সড়ক পাড় হচ্ছিল সে। হঠাৎ বেপরোয়া ভাবে চালিয়ে আসা একটি ইজিবাইকের ধাক্কায় সে রাস্তায় ছিটকে পড়ে। এলাকার লোকজন ইভাকে উদ্ধার করে তাৎক্ষণিক শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মেডিকেল অফিসার ডাঃ তাওহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ একরাম হোসেন বলেন,ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ইজিবাইক টি আটক করা হয়েছে। দূর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও তাকে সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।