Sub Lead Newsজাতীয়

ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত

জারিন রাফা

ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বষন্ত। আজ পয়লা ফাল্গুন। বাঙ্গালি মনে আগুন ধরার দিন। প্রকৃতি সাজবে আজ নতুন সাজে। বাঙালিও মেতেছে বাসন্তী উৎসবে।

উদাস হাওয়ায় তরুণ তরুণীরা নিজেকে প্রকাশ করবে প্রেমে প্রেমে। বসন্ত হয়ে উঠবে মানুষের মন আর প্রকৃতির রূপ প্রকাশের প্রতীক হয়ে।

বসন্ত উৎসবের সঙ্গে মিশে আছে একেবারে আবহমান গ্রামবাংলা, সোঁদা মাটির ঘ্রাণ। যদিও বসন্ত উৎসব এখন গ্রামীণ আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নেই। শহুরে মানুষের কাছে বসন্ত এখন ভিন্নমাত্রা যোগ করেছে। বিশেষ করে শহরের তরুণ-তরুণীরা বসন্তবরণে দিরভর ব্যস্ত থাকে। ফুলে ফুলে ভরে যায় কিশোরী-তরুণীদের চুলের খোঁপা। এ দিন দর্শনীয় স্থানগুলোতে মানুষের পদচারণায় তিল ধরার ঠাঁই থাকে না।

ফাগুনের আগুনে মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত হচ্ছে আজ। বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় ফুল অথবা রিং জড়িয়ে আজ বেরিয়ে পড়বেন তরুণীর দল। প্রকৃতির সঙ্গে নতুন সাজে সাজবেন তারাও। তাদের উচ্ছ্বাস মনে করিয়ে দেয় কবির কবিতার লাইন ‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত’।

গত দুই বছরের মতো এবারও ঋতুরাজের হাত ধরে এসেছে ভালোবাসা দিবস। আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button