জাতীয়

বছরের প্রথম অধিবেশন বিকালে শুরু

প্রতিবেদক, ঢাকা হাব

একাদশ জাতীয় সংসদের ২০২২ সালের ১৬ তম প্রথম অধিবেশন শুরু হবে আজ। বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।  ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। তবে স্পিকার চাইলে এর সময় বাড়াতে পারবেন।

সংসদের শীতকালীন অধিবেশন এটি । সংবিধান অনুযায়ী বছরের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেন। তাই আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হবে। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপিস্থিতিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর শোক প্রস্তাব আনা হবে। শোকপ্রস্তাবের পর রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তারপর সংসদের  মুলতবি করা হবে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হবে। বছরের প্রথম অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সংক্ষিপ্ত করা হবে।

এবারও রোটেশন অনুযায়ী সংসদ সদস্যরা সংসদে যেতে পারবেন। তার আগে সবার করোনা টেস্ট করাতে হবে। সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা সংসদের প্রতিটি বৈঠকে অংশ নিতে পারবেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button