
বন্ধু আমার
তোমার কাছে রেখে এসেছি সব
নিতে এসেছি শুধু
নিজেকে
যাবার বেলায় নিয়ে
যাবো না কিছুই
নিয়ে যাবো শুধু
তোমাকেই।
বন্ধু আমার
ওপারে রেখে এসেছি সম্বল
এপারে বৃথাই
ছুটে বেড়ানো
আঁধারে একাকার তুমি
আলোতে ভিন্ন।
বন্ধু আমার
এ কেমন বিলাস তোমার
সূর্যে দেখি নীলাভ আঁধার
আঁধারেই মিশে যায়
আলো
আমাতে দেখি মহিমা তোমার
তোমাতেই দেখি
ভালো ।