
বর্ণাঢ্য আয়োজনে সাপ্তাহিক জনদৃষ্টির এগারোতম বর্ষপূর্তি পালিত হয়েছে। বুধবার বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের শুরু হয়।
অধ্যাপক উদয়নাথ লাহিড়ীর সভাপতিত্বে এবং সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক মো. জাহাঙ্গীরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী আটঘরিয়ার সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরন, ঈশ্বরদী পৌরসভা মেয়র ইছহাক আলী মালিথা, ঈশ্বরদী বীর মুক্তিযোদ্ধা এবং ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ ত ম ওহীদুজ্জামান নাসিম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, দাশুড়িয়া ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধাক্ষ ইসমাইল হোসেন, সাবেক ছাত্রনেতা মুরাদ আলী মালিথা, বীর মুক্তিযোদ্ধা রশীদুল্লাহ, ঈশ্বরদী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহবুবুল হক দুদু, বীর বাংলা সম্পাদক ওহীদুজ্জামান টিপু, প্রথম সকাল সম্পাদক মহিদুল ইসলাম, কালবেলা প্রতিনিধি গোপাল অধিকারী, বাংলা নিউজ ঈশ্বরদী প্রতিনিধি টিপু সুলতান,জিল্লুর রহমান জীবন, সংবাদ ভূমি সম্পাদক খালেদ মাহমুদ সুজন, মানবজমিন প্রতিনিধি রিয়াদ, দৈনিক স্বতঃকন্ঠ ঈশ্বরদী প্রতিনিধি সৌরভ কুমার দেবনাথ, ভোরের সময় ঈশ্বরদী মুশফিকুর রহমান মিশন, দৈনিক গনধনি ঈশ্বরদী প্রতিনিধি নিক্কন প্রমূখ।