
বাগেরহাটে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । শনিবার রাতে উপজেলার বড় হোচলা গ্রামে এ ঘটনা ঘটে। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় হা ডু ডু খেলা দেখে বাড়ি ফেরার পথে মধু বাগচি (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে।
নিহত মধু বাগচি ফরিকহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের বড় হোচলা গ্রামের মুকুন্দ বাগিচির ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।
ফকিরহাট থানার ওসি জানান, অন্যদিনের মতো ভ্যানচালক মধু বাগচি শনিবার বিকালের দিকে ভ্যান চালিয়ে বাসায় ফেরেন। বাসা থেকে সন্ধ্যার আগে তিনি ফকিরহাট কে আলী মাঠে হা ডু ডু খেলা দেখতে যায়।
রাত ৮টার দিকে নিজ বাড়ি হোচলায় ফেরার পথে বাসার অদূরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। তার চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় তার স্ত্রী তৃপ্তি বাগচি ভ্যানচালককে উদ্ধার করে ফরিকহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে রোববার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গায়ে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।