Sub Lead Newsচট্টগ্রামসারা বাংলা

বান্দরবানে এক সেনা সদস্য ও তিন সন্ত্রাসী নিহত

প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে এক সেনা সদস্য ও তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর একটি টহল দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এসময় আহত হয়েছেন আরেক সেনা সদস্য।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

সেনা সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার বথিপাড়া এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতির সদস্যদের সঙ্গে বান্দরবানের রুমা জোনের একটি সেনা টহল দলের গোলাগুলির ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যের নাম হাবিবুর রহমান। তিনি ওই টহল দলের কমান্ডার ছিলেন।

বান্দরবান সেনা রিজিয়ন সূত্রে জানা যায়, বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বান্দরবান রিজিয়নের অন্তর্গত রুমা জোনে নিয়োজিত ২৮তম বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বথিপাড়া এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের মাথায় ও অপর সেনাসদস্য ফিরোজের পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় সেনাসদস্যদের পাল্টা গুলিতে তিন জেএসএস সদস্য নিহত হন।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সেনা কর্মকর্তা হাবিবুর রহমান মারা যান। সেনাসদস্য ফিরোজকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের একটি সাব-মিশিনগান, ২৭৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ম্যাগাজিন, ৩টি গাদা বন্দুক, ৫ রাউন্ড গাদা বন্দুকের গুলি, ৫টি মোবাইল ফোন, নগদ ৫২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button