Sub Lead Newsআন্তর্জাতিক

বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য আজ

ঢাকা নিউজ হাব ডেস্ক

বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য আজ। মুম্বাইয়ের জুহুতে পবনহংস মহাশ্মশানে তার শেষকৃত্য হবে। ভারতীয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী।

বাপ্পি লাড়িড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী বসবাস করেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। বাবার মৃত্যু খবর পেয়ে সেখান থেকে রওনা দিয়েছেন। তিনি এলেই শেষকৃত্য সম্পন্ন হবে।

গত মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মাার যানবাপ্পি লাহিড়ী। তিনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার (ওএসএ) আক্রান্ত হয়েছিলেন।

বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক জানিয়ে টালিউডের চলচ্চিত্র তারকা প্রসেনজিৎ বলেন, ভালো থেকো বাপিদা। চিরদিন শুধু তুমি যে আমার হয়ে রইলে। বাপিদা একজন শিল্পীই নন, ছিলেন একজন ভালো মানুষও। আমরা তার শূন্যতা অনুভব করব যুগ যুগ ধরে।

সংগীতশিল্পী উষা উথুপ বলেন, জানি না কেন ঈশ্বর আমাদের এত কষ্ট দেন। তার শূন্যতা এই বাংলার মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে। তিনিই আমাদের প্রথম ডিসকোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, বাপ্পি লাহিড়ী তার প্রতিভার গুণে মুগ্ধ করেছিলেন এই বাংলা তথা ভারত ও বিশ্ববাসীকে।

আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ী। বলিউডের ‘ডিসকো ড্যান্সার’, ‘চলতে চলতে’, ‘শারাবি’, বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালোবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ প্রভৃতি ছবিতে সংগীত পরিচালনা করেছেন। গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button