
বাপ্পি লাহিড়ীও চলে গেলেন। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী মারার গেছেন। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে এখবর জানা গেছে।
বাপ্পী লাহিড়ী একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। ওই হাসপাতালের চিকিৎসক ড. দীপক নামজোসি জানিয়েছেন, অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়ার কারণে মারা গেছেন তিনি।
বাপ্পী লাহিড়ী ছিলেন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেনবাপ্পি লাহিড়ী ।
বাবা অপরেশ লাহিড়ি ছিলেন বাংলা সঙ্গীতের জনপ্রিয় গায়ক এবং মা বাঁশরী লাহিড় ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ও গায়িকা।১৯৫২ সালের ২৭ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্ম বাপ্পি লাহিড়ীর। তার ডাক নাম ছিল আলোকেশ বাপ্পী লাহিড়ি।
বাবা-মায়ের সান্নিধ্যে থেকেই সংগীতকলায় হাতেখড়ি বাপ্পির। তিনি স্ত্রী চিত্রাণী, কন্যা রিমা ও পুত্র বাপ্পাসহ অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।