Top Newsখেলাধুলাফুটবল

বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ সুপার কাপে ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে।

বুধবার (১২ জানুয়ারি) রাতে ম্যাচের নির্ধারিত সময়ে ফলাফল ২-২ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ভালভার্দের গোলে একই সাথে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতল মাদ্রিদিস্তানরা। এই জয়ে স্প্যানিশ সুপার কাপের দ্বাদশ শিরোপা জয় থেকে মাত্র এক ধাপ দূরে কার্লো আনচেলত্তির দল।

সৌদি আরবের রিয়াদে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল। অতিরিক্ত সময়ে জয়ের দেখা পায় কার্লো আনচেলত্তির দল। এর আগে কিং ফাহাদ স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলে।

এসময়ের মধ্যে রিয়ালের হয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র ও করিম বেনজেমা। অপরদিকে বার্সেলোনার হয়ে গোল করেন লুক ডি ইয়ং ও আনসু ফাতি। এই স্কোরেই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৮ মিনিটের মাথায় ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল। তারপরও বার্সা চালিয়ে যায় লড়াই। লড়াই করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কাতালানরা। ফলে জয়ের উচ্ছ্বাস রিয়ালের শিবিরেই দেখা মেলে।

দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হবে অ্যাতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও।

রিয়াল মাদ্রিদ এর কাছাকাছিও নেই বার্সেলোনা। দুই দলের সবশেষ চার লড়াইয়ে সবকটিতে বিজয়ী দলের নাম রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা যে মিথ তা অবশ্য প্রমাণ করতে মরিয়া মাদ্রিদিস্তানরা এগিয়ে যায় ম্যাচে যায় ম্যাচে ২৫ মিনিটেই। সৌদি আরবের বাদশা ফাহাদ স্টেডিয়ামে স্কোর করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিাস জুনিয়র।

তবে মর্যাদায় আঘাত লাগলে নাকি হুঁশ আসে। বার্সারও আসলো। প্রথমার্ধেই রিয়ালকে বোকা বানিয়ে বার্সাকে সমতায় ফেরাল লুক ডি ইয়ং। বোঝা গেল জমে উঠছে ধ্রুপদি লড়াই।

বিরতি থেকে ফিরে শুরু হয় এগিয়ে যায় খেলা। জাভি-আনচেলত্তি দু’জনেই ফাতিহ-বেনজেমাদের নিয়ে অল আউট ফুটবলের আক্রমণের পসরা সাজাল। আর তা বুঁদ হয়ে দেখল বিশ্ব। অপেক্ষাকৃত শক্তিশালি রিয়াল মাদ্রিদ সঙ্গে বুক চিতিয়ে লড়ে গেল বার্সা। তবে অভিজ্ঞতার কাছে পারল না। বেনজেমার বুট জোড়ায় ভর করে ব্যাবধান ২-১ করে রিয়াল।

আগামী রোববার (১৬ জানুয়ারি) জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ অথবা অ্যাথলেটিক বিলবাও’র মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button