Exclusive 1সারা বাংলা

বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রান হারালেন তিন জন

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় তিনজন নিহত হয়েছেন। আজ (শনিবার) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার চালক জাহিদুল ইসলাম (৩৫), যাত্রী আব্দুর রাজ্জাক (৩৫) এবং আব্দুর রহমান (৩৪)। নিহতরা সবাই হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা।

সকালে বরঙ্গাইল আড়তে পেঁয়াজ বিক্রি করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়ামুখি যত্রীবাহী বাস কমফোর্ট লাইন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক জাহিদুল ইসলাম ও যাত্রী আব্দুর রহমান নিহত হন। আহত অবস্থায় ঢাকায় নেওয়ায় পথে মারা যান আব্দুর রাজ্জাক। বরঙ্গাইল হাইওয়ে পুলিশর ইনচার্জ রিয়াদ হাসান এ বিষয়টি নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button