Sub Lead Newsরাজনীতি

বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনে ভোট চলছে

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনে উপ-নির্বাচনের ভোট চলছে। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সংসদীয় এই আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২। আসনগুলোতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির এমপিরা ১১ ডিসেম্বর পদত্যাগ করায় এই আসনগুলো শূন্য হয়। সংসদীয় এলাকাগুলোতে সুষ্ঠু নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের সন্ধান এখনো পাওয়া যায়নি। এ নিয়ে ভোটে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

 বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনে ভোট চলছে

ছয় আসনের প্রার্থী ও ভোটার সংখ্যা হলো-

ঠাকুরগাঁও-৩ : এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬ জন। এই আসনে ভোটকেন্দ্র ১২৮টি আর ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। বগুড়া-৪ : প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। ভোটকেন্দ্র ১১২টি। ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। বগুড়া-৬ : প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন।  ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ : প্রার্থী ৬ জন। ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ : প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। ব্রাক্ষণবাড়িয়া-২ : প্রার্থী ৫ জন।

ইসি জানায়, এই ছয় আসনের উপ-নির্বাচনে সাধারণ কেন্দ্রে ১৬/১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭/১৮ জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন হবে।

সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ তিনজন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার একজন, অস্ত্র/লাঠিসহ অঙ্গীভূত আনসার একজন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য ১০ জন এবং লাঠিসহ গ্রাম পুলিশ ১/২ জন দফাদার/মহল্লাদাল ক্ষেত্র বিশেষ ২ জন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ চারজন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার একজন, অস্ত্র/লাঠিসহ অঙ্গীভূত আনসার একজন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য ১০ জন এবং লাঠিসহ গ্রাম পুলিশ ১/২ জন দফাদার/মহল্লাদালক্ষেত্র বিশেষ ২ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button