Exclusive 2জাতীয়রাজনীতি

ইসি গঠনে আইন প্রণয়ন

বিএনপির স্বাগত জানানো উচিত ছিল: কাদের

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

ইসি গঠনে আইন প্রণয়নে সরকার যে উদ্যোগ নিয়েছে, বিএনপির সেটিকে স্বাগত জানানো উচিত ছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সরকার চায় একটি শক্তিশালী নির্বাচন কমিশন। আর এ লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে শেখ হাসিনা সরকার। সরকারের এ উদ্যোগকে বিএনপির স্বাগত জানানোর প্রয়োজন ছিল। তা না করে তারা স্বভাবগতভাবেই সমালোচনা করছ।

ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

তিনি বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, তাদের শাসনামলে তারা কেন এই আইন করতে পারলেন না?

করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়া প্রসঙ্গে সেতুমন্ত্রী দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

করোনা সংক্রমণ বাড়লে একটি মহল গুজব ও অপপ্রচার শুরু করে জনমনে ভীতি সঞ্চার করতে চায়। তিনি দেশবাসীকে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার অনুরোধ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button