Top Newsআইন-আদালত

শপথ নেওয়া হলো না

বিচারপতি নাজমুল আহাসান মারা গেছেন আজ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মারা গেছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বলেন, বিচারপতি নাজমুল আহাসান করোনায় সংক্রমিত হয়েছিলেন। অবস্থা জটিল হওয়ায় চিকিৎসার জন্য সম্প্রতি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

গত ৮ জানুয়ারি আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান নাজমুল আহাসান। পরদিন ৯ জানুয়ারি শপথ নেওয়ার কথা ছিল তার। অসুস্থ হওয়ায় তিনি শপথ নিতে পারেননি।

নাজমুল ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন।

এই বিচারপতির মৃত্যুতে শোক জানিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা ও দাফন কোথায় হবে সে সম্পর্কে এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button