Sub Lead Newsক্রিকেটখেলাধুলা

বিপিএলের প্লে-অফে উঠল যারা, দেখে নিন খুঁটিনাটি

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের গ্রুপ পর্বের ইতি ঘটল। এবারের আসরে দুই লেগ মিলিয়ে ৬টি দল খেললো ১০টি করে ম্যাচ। গ্রুপ পর্ব শেষে নির্ধারিত হলো সেরা চারটি দল। ৬ দলের বিপিএলে লিগ পর্বে বাদ পড়েছে ২ দল। বাকি ৪ দল পেয়েছে প্লে-অফের টিকিট।

১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করলো গেইল-সাকিবের ফরচুন বরিশাল। ১৩ পয়েন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকলো দ্বিতীয় স্থানে। ৫টি করে জয়-পরাজয়ে সমান ১০ পয়েন্ট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সে। রান রেটে এগিয়ে থেকে টেবিলের তিনে অবস্থান চট্টগ্রামের, চারে খুলনা।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের পর্দা ওঠে গত ২১ জানুয়ারি। ফাইনাল গড়াবে আগামী ১৮ ফেব্রুয়ারি। আসর জুড়ে গ্রুপ পর্বে মোট ৩০টি ম্যাচ মাঠে গড়িয়েছে ।

আগামী ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় কোয়ালিফায়ার পর্বে মুখোমুখি হবে বরিশাল-কুমিল্লা। যেখানে জিতলেই নিশ্চিত হবে ফাইনাল। হারলেই অবশ্য সব শেষ হয়ে যাচ্ছে না, সুযোগ থাকবে আরো একটি।

এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে খুলনা-চট্টগ্রাম। ১৪ তারিখ দুপুর সাড়ে ১২টা দিনের প্রথম ম্যাচেটি মিরপুরে হবে। এ ম্যাচ হারলেই বিদায় হবে দুই দলের একটির। জিতলে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এই লড়াইয়ে জয়ী দল পাবে ফাইনালের আসন।

গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বাকি দুই দল হলো সিলেট সানরাইজার্স ও মিনিস্টার ঢাকা। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে থেকে বিপিএল শেষ করলো ঢাকা। সমান ম্যাচে সিলেটের জয় মাত্র একটি। এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তাদের পয়েন্ট মাত্র ৩টি।

এক নজরে প্লে-অফ পর্বের সূচি

তারিখ                 ম্যাচ                         দল                                                                       সময়
১৪ ফেব্রুয়ারি      এলিমিনেটর              খুলনা-চট্টগ্রাম                                                      বেলা ১২.৩০টা
১৪ ফেব্রুয়ারি       ১ম কোয়ালিফায়ার    বরিশাল-কুমিল্লা                                                    সন্ধ্যা ৫.৩০টা
১৬ ফেব্রুয়ারি      ২য় কোয়ালিফায়ার    এলিমিনেটর জয়ী-১ম কোয়ালিফায়ার পরাজিত      সন্ধ্যা ৫.৩০টা
১৮ ফেব্রুয়ারি       ফাইনাল                   ১ম কোয়ালিফায়ার জয়ী-২য় কোয়ালিফায়ার জয়ী   সন্ধ্যা ৬.৩০টা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button