
আর মাত্র ৫ দিন বাকি। ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
বিপিএল খেলতে উতলা হয়ে আছেন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি। প্রথমবারের মতো বিপিএল খেলবেন তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন ডু প্লেসি। ফ্রাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড হওয়া এক ভিডিওবার্তায় ডুপ্লেসি বলেছেন বিপিএল খেলতে তার মধ্যে রোমাঞ্চ কাজ করছে।
শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত ওই ভিডিওবার্তায় ডু প্লেসি বলেন, ‘আমি ফাফ ডু প্লেসি বলছি। কুমিল্লা ও বিপিএলে যোগ দিতে আমি উতলা হয়ে আছি। এবারই প্রথমবার বিপিএলে খেলব। আমি আমাদের সফল ও শক্তিশালী দলের সাথে যোগ দিতে উদগ্রীব। শিগগিরই দেখা হবে। আশা করছি দারুণ এক টুর্নামেন্ট কাটবে।’
ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রথমবারের মতো বঙ্গবন্ধু বিপিএল মাতাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। ফ্যানরা তবে দেখে নেওয়া যাক, বিশ্বের অন্যতম সেরা এই তারকা আমাদের জন্য কি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। ফাফ ডু প্লেসির জন্য একবার উইন অর উইন আওয়াজ শুনতে চাই।’