Sub Lead Newsখেলাধুলা

বিপিএল ছাড়লেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক


আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে যোগ দিতে বিপিএল ছাড়লেন মিনিস্টার ঢাকার অলরাউন্ডার আন্দ্রে রাসেল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কলকাতার প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।  সেখানে যোগ দিতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।

আজ রাতে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন তিনি।

দলের সবাইকে শুভ কামনা জানিয়ে আন্দ্রে  রাসেল বলেন, আমরা শিরোপা জেতার মতো একটি দল। মিনিস্টার ঢাকার সমর্থকরা সমর্থন জুগিয়ে যান। ডালাসে থেকে আমিও সমর্থনে অংশ নেব। টুর্নামেন্টের আরও অর্ধেক বাকি। একটু আগেই চলে যেতে হচ্ছে। তবে ফিটনেস নিয়ে কিছু কাজ করতে হবে। অনেক উপভোগ করেছি। দারুণ একটা দল ঢাকা, তাদের কাপ জেতার সামর্থ্য আছে।

চলমান বিপিএল ঢাকার হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন আন্দ্রে রাসেল। চার ইনিংসে ব্যাট করে ৬১ রান করেছেন এই ব্যাটসম্যান । উইকেট পেয়েছেন ৮টি। গতকাল (শুক্রবার) নিজের সপ্তম ম্যাচে মাঠে নামার কথা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। বৃষ্টির জন্য খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button