
ভোট শুরুর প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে চরজব্বর ইউপির তিন নং ওয়ার্ডের পরিত্যক্ত স্থানে ঝোপের আড়াল থেকে বিপুল পরিমাণ লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ।
চর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের একটি ঝোপ থেকে এই বিপুল পরিমাণ লাঠিসোঁটা উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, কড়া নিরাপত্তায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে সহিংসতার জন্য সন্ত্রাসীরা এসব ফেলে যেতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ও চরজুবলী ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৪ জন ও সাধারণ সদস্য পদে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও ঢাকার কেরানীগঞ্জের তারাগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতরী, হাতিয়ার সুখচর ও নলচিরা, শৈলকুপার নিত্যানন্দপুরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।