Top Newsস্বাস্থ্য

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু অরো ১১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে অরো ১১ হাজার। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমণের সংখ্যা ছুয়েছে প্রায় পৌনে ২৯ লাখ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, ইতালি ও স্পেন। এতে বিশ্বব্যাপী করোনায় সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ কোটি ১৭ লাখের ঘর। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ লাখ ৪ হাজার।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজার ১৬৮ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৪ হাজার। আজ বিশ্বজুড়ে মৃতের সংখ্যা হলো ৫৭ লাখ ৪ হাজার ১৫৫ জন।

একই সময়ে বিশ্বজুড়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮ লাখ ৬২ হাজার ৬৪৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে সংক্রমিত মোট রোগীর সংখ্যা বেড়ে ৩৮ কোটি ১৭ লাখ ৯৫ হাজার ৭৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৮৯৬ জন এবং মারা গেছেন ৩৮১ জন।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৬৯৩ জন। মারা গেছেন ২ হাজার ৭৮০ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ২০২ জন করোনায় সংক্রমিত হয়েছেন ও মারা গেছেন ৯ লাখ ১৩ হাজার ৯২৪ জন।

রাশিয়ায় মারা গেছেন গেছেন ৬৬৩ জন । নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৮৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২ হাজার ৬০১ জন এবং মারা গেছেন ১৯৮ জন।

ইতালিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৪২ জন। মারা গেছেন ৩৩৯ জন।

গত একদিনে যুক্তরাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৪৫২ জন। মারা গেছেন ২১৯ জন।

করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৪ লাখ ২৮ হাজার ৩৪৫ জন সংক্রমিত হয়েছেন এবং ১ লাখ ৫৫ হাজার ৯৭৩ জন মারা গেছেন। গত এক দিনে কলম্বিয়ায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৪৫৪ জন। মারা গেছেন ২৫১ জন।

জার্মানিতে নতুন করেসংক্রমিত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪৩৪ জন । মারা গেছেন ১৮২ জন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৭৬৮ জন। মারা গেছেন ১৯২ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলসংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৭৬৭ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ২৮ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৭৫ জন। মারা গেছেন ৪ লাখ ৯৭ হাজার ৯৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ১৯৫ জন, পোল্যান্ডে ২৩৯ জন, কানাডায় ১৪৪ জন, আর্জেন্টিনায় ২৪০ জন, গ্রিসে ১০৮ জন, হাঙ্গেরিতে ৬৬ জন এবং ইসরায়েলে ১২১ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৯৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। অরো ১১ হাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button