Top Newsআন্তর্জাতিকস্বাস্থ্য

বিশ্বজুড়ে মৃত্যু ১১ হাজারের ওপরে

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে মৃত্যু  ১১ হাজারের ওপরে। বিশ্বে করোনায়  গত দিনের চেয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ। সংক্রমণের সংখ্যা প্রায় সাড়ে ৩০ লাখ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ব্রাজিলে। প্রাণহানির তালিকায় আজও শীর্ষে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, পোল্যান্ড ও মেক্সিকো। বিশ্বব্যাপী সংখ্যা ছাড়িয়েছে ৩৮ কোটি ৮২ লাখের ঘর। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ লাখ ৩০ হাজার।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট থেকে পাওয়া বিশ্বজুড়ে সর্বশেষ তথ্য অনুযায়ী, এই তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৫০ জন ও করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৯২৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৭৩৫ জন । মৃত্যু ৬ লাখ ৩০ হাজার ১ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৩১ জন ও মারা গেছেন ২ হাজার ৩৪২ জন। এখন পর্যন্ত ৭ কোটি ৭১ লাখ ৩১ হাজার ১৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ২০ হাজার ৬৮৩ জন মারা গেছেন।

ফ্রান্সে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৩৫২ জন । মারা গেছেন ২৬৪ জন। এ পর্যন্ত ২ কোটি ১ লাখ ৪৭ হাজার ৩৪১ জন করোনায় আক্রান্ত ও ১ লাখ ৩১ হাজার ৮৫২ জন মারা গেছেন।

রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৬৬৭ জন ও সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৭৬৮ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২২ লাখ ৮৪ হাজার ৫৬৪ ও মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৩৫৭ জনের।

তুরস্কে করোনায় সংক্রমিত ১ লাখ ৭ হাজার ৫৩০ জন ও মারা গেছেন ২৩৩ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৯১ জন ।

যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৮ হাজার ১৭১ জন। মারা গেছেন ৩২১ জন।

জার্মানিতে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ২১৮ জন। মারা গেছেন ১৮৬ জন। এখন পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১ লাখ ১৯ হাজার ৬৯ জন মারা গেছেন।

ইউক্রেনে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৬২০ জন ও মারা গেছেন ২১০ জন।

করোনায় সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে সংক্রমিত  হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।  শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০১ জন ওমারা গেছেন ৫ লাখ ৮৭ জন।

এছাড়া করোনায় সংক্রমিত গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ৮২ জন, পোল্যান্ডে ৩০৭ জন, কানাডায় ১৫৪ জন, আর্জেন্টিনায় ৩১৮ জন, গ্রিসে ১১২ জন, হাঙ্গেরিতে ৮৮ জন, পেরুতে ১৮৬ জন এবং ভিয়েতনামে ২৮৬ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৫৭৩ জন। শুরু থেকে এ পর্যন্ত এই দেশে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭ হাজার ৪৯৩ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি  বিশ্বব্যাপি  জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button