Top Newsআন্তর্জাতিক

করোনা ভাইরাস

বিশ্বে কমেছে সংক্রমণ , মৃত্যু সাড়ে ৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে কমেছে সংক্রমণ । মৃত্যু হয়েছে সাড়ে ৫ হাজার। আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। । একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ১৫ লাখের নিচে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। এরপরই রয়েছে মেক্সিকো যুক্তরাষ্ট্র ব্রাজিল ভারত তুরস্ক ইতালি। এতে সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৪১ কোটি ২০ লাখের ঘর। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৮ লাখ ৩৩ হাজার।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ হাজার ৪৪৯ জন।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ১৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০৬ জন ও নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন  করে  প্রাণহানি ও সংক্রমণ কমেছে অনেকটা। দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৬৫২ জন । মারা গেছেন ৪৬৭ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ৯ লাখ ৪৩ হাজার ৪১১ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৩২৫ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ২৮৮ জন। শুরু থেকে এ দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৩১ জন এ। মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ৪৪৯ জন।

গত একদিনে জার্মানিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮ হাজার ২১৬ জন । মারা গেছেন ৪৭ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ২৭০ জন। মারা গেছেন ৫২ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮৩ লাখ ৬ হাজার ৮৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন । ১ লাখ ৫৯ হাজার ৫৭০ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে সংক্রমিত ২৪ হাজার ৫১৮ জন । মারা গেছেন ১৪০ জন।

তুরস্কে নতুন করে করোনা ভাইরা সেসংক্রমিত ৭৩ হাজার ৭৮৭ জন ও মারা গেছেন ২৭৬ জন। ইতালিতে সংক্রমিত হয়েছেন ৫১ হাজার ৯৫৯ জন ও মারা গেছেন ১৯১ জন।

গত একদিনে ফ্রান্সে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৫৬২ জন ও মারা গেছেন ১০৭ জন। করোনা শুরু থেকে দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ১৭ লাখ ৮ হাজার ৮২৭ জন সংক্রমিত হয়েছেন ও ১ লাখ ৩৪ হাজার ৮০৪ জন মারা গেছেন। কলম্বিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৩২ জন। মারা গেছেন ১৬২ জন।

তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় ভারতের অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ । করোনায় মারা গেছেন ৩৭৮ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ২৯১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট ৪ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৭১২ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৫ লাখ ৯ হাজার ৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ । কানাডায় ৩৫ জন, আর্জেন্টিনায় ৯৪ জন, গ্রিসে ৭৫ জন, পোল্যান্ডে ৩১ জন, ইরানে ১৪৮ জন, জাপানে ১৪৩ জন, রোমানিয়ায় ৮০ জন, চিলিতে ৯৪ জন ও ভিয়েতনামে ৮৪ জন মারা গেছেন। মেক্সিকোতে মারা গেছেন ৫৭৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১২ হাজার ৬৯৭ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা  করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button