Sub Lead Newsআন্তর্জাতিক

বিশ্বে মৃত্যু সাড়ে ৭ হাজার, পৌনে ২৮ লাখ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে করোনা ভাইরাসে সংক্রমিত ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা রেকর্ড ২৭ লাখ ৭২ হাজার ৬৮ জন।

আগের দিনের তুলনায় ভাইরাসটিতে মৃত্যুও বেড়েছে। এসময়ে দৈনিক মৃত্যুর তালিকায় যোগ হয়েছেন আরও ৭ হাজার ৮৪৭ জন। আগের ২৪ ঘণ্টার চেয়ে মৃত্যু প্রায় আড়াই হাজার এবং শনাক্ত বেড়েছে ৫ লাখেরও বেশি।

মহামারি শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ৩১ কোটি ৩৯ লাখ ৪৪ হাজার ৮৮৪ জন এবং মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ২০ হাজার ৭৫১ জনে।

আজ বুধবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাসে সংক্রমিত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা যুক্তরাষ্ট্রে। দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে পোল্যান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও ভিয়েতনাম।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ৬ লাখ ৪৪ হাজার ২৭৪ জন এবং মারা গেছেন ২ হাজার ১২২ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৫২৫ জন।

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১ লাখ ২০ হাজার ৮২১ জন এবং মারা গেছেন ৩৭৯ জন। এসময়ে ইতালিতে নতুন আক্রান্ত ২ লাখ ২০ হাজার ৫৩২ জন এবং মৃত্যু হয়েছে ২৯৪ জনের।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ লাখ ৬৮ হাজার ১৪৯ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে ৩৪১ জনের। এসময়ে স্পেনে নতুন সংক্রমিত ১ লাখ ৩৪ হাজার ৯৪২ জন এবং মৃত্যু হয়েছে ২৪৭ জনের।

জার্মানিতে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬১ হাজার ২০৫ জন এবং মারা গেছেন ৩৮৭ জন। এসময়ে ইউক্রেনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৯ জন এবং মারা গেছেন ২১৯ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭১ হাজার ৪৪৭ জন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button