
বিয়ের দিন মেয়ের স্বামীকে ডেকে
মেয়ের বাবা বললেন —
প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার
মেয়েকে ছুঁয়েছিলো , সে তুমি নও , সে আমি ।
প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে চুমু দিয়েছিলো ,
সে তুমি নও সে আমি ।
প্রথম যে পুরুষটি ওকে জানপ্রাণ দিয়ে ভালোবেসে ছিলো ,
সে তুমি নও , আমি ।
যাই হোক , যে পুরুষটি ওকে সারাজীবন যত্নে রাখতে পারবে ,
আমি আশা করি সে আমি নই , সেটা তুমি ।
কিন্তু কোনো কারণে যদি কোনোদিন
আমার রাজকন্যাকে যদি ভালোবাসতে না পারো ,
তাহলে ওকে জানিও না , আমাকে জানিও
আবার নিয়ে আসবো ওকে আমার কাছে ।
আমার রাজকন্যার জন্য আমার রাজ্য সবসময় উন্মুক্ত থাকবে ।