
বেঁচে থাকাটাই এক মহাবিস্ময়
খুলে দাও জীবনের সব কটি রুদ্ধ দুয়ার
রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করুক অবারিত মুক্ত বাতাস
ধুঁয়ে মুছে যাক জীবনের যত গ্লানি পাপ
আছে যত জঞ্জাল শাপ অভিশাপ।
জীবনের এই বন্ধুর পথে আমি আজো একেলা
নীরবে নিভৃতে পথ চলি
অতি সঙ্গোপনে নিজের সঙ্গেই নিজে কথা বলি।
জানি জীবনের মৃত্যু হলেও স্বপ্নেরা কখনও মরে না
মনের গহীনে স্মৃতির ডানা মেলে কেবলই ঘুরে বেড়ায়।
প্রকৃতিতে প্রতিদিনই একটি করে ভোর হয়
আর একটি করে মৃত্যু থেকে আমরা নিত্য বেঁচে যায়।
এখন আর আমার কাছে দিন মাস বছরের নেই কোন ব্যবধান
জীবনের প্রতিটি মূহুর্তই অনেক বেশি মূল্যবান।
খুব কাছ থেকে দেখেছি মৃত্যুকে বহুবার
তাইতো জেনে গেছি আমাদের এই বেঁচে থাকাটাই এক মহাবিস্ময়
কোন বাহাদুরি নেই তাতে তোমার আমার।