
ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়া বাংলাদেশ ব্যাংকের সার্কুলার কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন আদালত।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রহমান রাহী আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।
বেতন কাঠামো নিয়ে আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী এএম মাসুম ও সাইফুর রহমান রাহী।
২০ জানুয়ারি প্রথমবারের মতো ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন ২৮ হাজার টাকা বেঁধে দিয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।
চলতি বছরের মার্চ থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে বলা হয়। পরে বেতন কাঠামোর নির্দেশনার কিছু শর্ত আংশিক শিথিল করে ১ ফেব্রুয়ারি আরেকটি সার্কুলার জারি করে।