ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ৩১ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ।
কাউন্সিলরদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন তিন সপ্তাহ পিছিয়ে ২৩ ফেব্রুয়ারিতে পুনঃনির্ধারিত হয়েছে। নির্বাচন কমিশনার শেখ হামিম হাসান আজ বৃহস্পতিবার দুপুরে এই বিজ্ঞপ্তি জারি করেন।
নির্বাচন পেছানোর জন্য জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ ফোরাম কয়েকদিন আগেই চিঠি দিয়েছিল। সাধারণ সম্পাদক পদপ্রার্থী জোবায়েদুর রহমান রানার প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী কবিরুল শিকদারও নির্বাচন পেছানোর পক্ষেই ছিল। সব পক্ষ এক হয়ে নির্বাচন পেছানোর বিরল নজির হলো এই ব্যাডমিন্টন নির্বাচন। অন্যান্য নির্বাচনে দেখা গেছে এক পক্ষ চাইলেও আরেক পক্ষ চায় না। ফোরাম ও রানার উভয় প্যানেলই চেয়েছিল প্রত্যাহারের আগেই পেছানোর ঘোষণা আসুক। এতে তারা সমঝোতা ও দর কষাকষির সুযোগ পেতেন। জাতীয় ক্রীড়া পরিষদ প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর পেছানোর বিজ্ঞপ্তি দেওয়ায় সেই সুযোগ আর নেই ।
করোনা পরিস্থিতি বিবেচনা করেই দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিলরের মধ্যে কয়েকজনের করোনা পজিটিভের খবর পাওয়া গেছে। দেশজুড়ে প্রতিদিনই করোনা আক্রান্ত হওয়ার হার বাড়ছে। সব পদে প্রার্থীতা থাকায় জমজমাট নির্বাচন হওয়ার পূর্বাভাস।
ক্ষায় ক্রীড়াঙ্গন।