
লক্ষকোটি বছর আগে
আমি যেখানে ছিলাম
ঠিক সেখানে আছি।
লক্ষকোটি বছর পর
আমি যেখানে যাবো
ঠিক সেখানেই আছি
আমি ঠুঁটো জগন্নাথ।
ফলহীন কর্মযজ্ঞ আমি
কর্ম আমার স্বভাবে নেই
আমি দেবশিল্পী।
আমার কাছে সময় বলতে কিছু নেই
আমি গতিহীন আলোকময়
আমাকে ছাড়িয়ে যেতে পারে না কেউ-ই
আমি নিগূঢ়।
আমার কোনো অতীত নেই
আমি স্পর্শহীন বর্তমান
ভবিষ্যৎ আমার দিকে তাকিয়ে রয়
আমি কাল ভক্ষক।
আমার ইচ্ছাধীন এ জগৎ
আমার তাকানোয় জ্বলে
ওঠে আলো।
আমার ভাবনায় রঙিন
হয় সৃষ্টি
সুন্দর হয়ে ওঠে গোলাপ।
আমার মলিনতায়
আলো নিভে যায়
নিকষ আঁধার নেমে আসে।
এ তত্ত্বকথা নয়, এ কাব্যকথা
এ সত্য , কবির বাণী।।