
রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ছাদে এখনো আটকে আছে বেশকিছু মানুষ।
রোববার রাত পৌনে ১১টার দিকে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে আগুন লাগে। সর্বশেষ খবর পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে প্রচণ্ড ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে ভবনের আশপাশ। ভবনের ছাদে এখনো আটকে আছে বেশ কিছু মানুষ। ভবন থেকে লাফিয়ে পড়ে অ চারজন আহত হয়েছেন।
রাত ১০টা ২৫ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে বিমান ও নৌ বাহিনীর দল।