
যে কোন ভাঙ্গনের মুখে পড়লে
মানুষ সাহসী হয়ে ওঠে
বিদ্রোহী হয়ে ওঠে।
প্রচণ্ড ভীতু মানুষও সাহসী হয়ে ওঠে
শান্তিপ্রিয় মানুষও বিদ্রোহী হয়ে ওঠে।
যে কোন ভাঙ্গনের মুখে পড়লে
মানুষ সৃষ্টিশীল হয়ে ওঠে
জেগে ওঠে রুশ জাতির মতো
বেঞ্জামিন মলোয়শির মতো ফাঁসিকে তুচ্ছ করে।
ভাঙ্গনের মুখে পড়লে
ওরা গায় সমবেত সঙ্গীত
ভেঙ্গে ফেলে বিভেদের দেয়ালে
এক রুটির চায় সমবেত বন্টন।
যে কোন ভাঙ্গনের মুখে পড়লে
মানুষ সাহসী হয়ে ওঠে
বিদ্রোহী হয়ে ওঠে।