ভারতের অধিনায়ক হতে চান মোহাম্মদ শামি। বিরাট কোহলি টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন। এরপর থেকেই শুরু হয়েছে নানান গুঞ্জন। কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক, এ নিয়ে সিদ্ধান্ত এখনো নেয়নি বিসিসিআই। এরই মধ্যে নতুন আলোচনার জন্ম দিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।
তিনি জানালেন, দায়িত্ব পেলে সেটা পালনে প্রস্তুত তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সত্যি বলতে এ নিয়ে আমি এখনো ভাবছি না। সব ধরনের দায়িত্ব নিতে প্রস্তুত আছি আমি। ভারতীয় দলের অধিনায়ক হওয়াটা ক্যা না চায়! তবে আমি দলে যে কোনো ভূমিকা নিয়ে হলেও অবদান রাখতে চাই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভারতের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। ১৪ উইকেট নিয়েছেন তিনি।
শুধু টেস্ট নয়, সব ধরনের ফরম্যাটেই ছাপ রাখতে প্রস্তুত জানালেন শামি। জানিয়েছেন, আমি সব ফরম্যাটেই দলে ডাক পাওয়ার নিজেকে প্রস্তুত রেখেছি। যদি ডাক আসে, তাহলে নিজের সেরাটাই ঢেলে দিতে চেষ্টা করব।
তবে শামির সে কথা শোনেননি ভারতীয় নির্বাচক মণ্ডলী। তাকে ছাড়াই ঘোষিত হয়েছে উইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল।