
ভারতে বহুতল ভবনে আগুন লেগে প্রায় ১৪ জন নিহত হয়েছেন। দগ্ধ আরও ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।, মঙ্গলবার সন্ধ্যায় অঅগুন লাগার ঘটনা ঘটে বলে এনডিটিভি বুধবার প্রতিবেদনে জানিয়েছে।
পিটিআই জানিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং বলেছেন, এ মুহূর্তে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১৪। আর হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। কিভাবে আগুনের সূত্রপাত হলো সেই কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি ।মৃতদের মধ্যে ১০ জনই নারী। আর শিশু ৩ জন।
ঝাড়খণ্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার পর আশরিওয়াদ টাওয়ার নামের একটি ভবনে আগুন লাগে। এটি জোড়াপতক এলাকার একটি ১৩ তলা ভবন। রাজধানী রাঞ্চি থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এ এলাকাটি বেশ জনবহুল।